বরিশালের সংবাদপত্র হকার্স ইউনিয়নে খাদ্য সহায়তা।


বরিশা প্রতিনিধি:- বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের মানবিক সহায়তার অংশ হিসেবে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে চাল বিতরন করা হয়েছে।

 

শুক্রবার বাদ জুম‘আ সংগঠনটির কার্যালয়ে বসে ১২০ জনের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। 

 

সম্প্রতি বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ‘র মাধ্যমে জেলা প্রশাসক জানতে পারে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য বর্তমান সময়ে একটু কস্টে জীবন যাপন করছে। এমন সংবাদে জেলা প্রশাসক তাৎক্ষনিক তাদের জন্য সরকারী সহায়তা চাল বরাদ্দ করেন। 

 

একই সময়ে আগামি দিনে এমন মানবিক সহায়তার দ্বার খোলা থাকবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

বার্তা প্রেরক:-জিয়াউল করিম মিনার,বরিশাল রিপোর্টার্স ইউনিটি।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।