ইবনে সিনা হাসপাতাল বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বগুড়া জেলা প্রতিনিধি:- বনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়গোনষ্টিক সেন্টার চকফরিদ কলোনী,বগুড়ার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর ) গরীব ও অসহায় রোগীদের মানব কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

উক্ত ইউনিটের ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডাঃ একেএম মাসুদ পারভেজ  এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী অ্যান্ড অবস বিভাগের  অধ্যাপক ডাঃ মোসাঃ আফরোজা সরকার।

 

বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক  ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ লিয়াকত আলী এবং  একই কলেজ ও  হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক  ডাঃ মাহবুবুর রহমান সরকার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার অ্যান্ড অ্যাডমিন ইনচার্জ  হানিফ উদ্দিন আহমদ, অ্যাকাউন্টস ইনচার্জ (বিডি), এইচ আর ইনচার্জ ও ডি ল্যাব বগুড়ার জোনাল ইনচার্জ (বিডি) প্রমুখ। উক্ত ক্যাম্পে  ২৯ জন কনসালটেন্ট প্রায়  এক হাজার দুই শত রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন। 

 

সেবা পেয়ে রোগীগণ সন্তোষ প্রকাশ করেন এবং ইবনে সিনা ট্রাষ্টের  উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
ক্যাপশন: মানব কল্যাণে শুক্রবার ইবনে সিনা হাসপাতাল কলোনী বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।