অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টবার ২০২৫, সময়ঃ ০২:২৯
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০% ও চিকিৎসা ভাতা ১৫শ’ টাকার দাবীতে আগামী ১২ অক্টোবর ২০২৫ জাতীয় প্রেস কাব ঢাকার সামনে লাগাতার অবস্থান কর্মসূচী সফল করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিনবাড়ী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান সরকার, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম, ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, আল্লাহর দরগা দাখিল মাদ্রাসার সুপার আঃ খালেক ও এমএ সামাদ কারিগরি বিজ্ঞান কলেজের শিক্ষক জাহিদ রেজা স্বপন মানিক প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।সভাটির সঞ্চালনায় ছিলেন মাঠেরবাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. শফিউল ইসলাম।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।