সাপাহারে এক সপ্তাহের মধ্যে দুইটি বৃদ্ধের মরদেহ উদ্ধার


জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ঘন্টা পর নুরল ইসলাম (৭৩) বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিছল ডাঙ্গা (মলপাড়া) খাড়ির পানি থেকে পুলিশ হাত পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্দার করে। 
 

বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৭৩) গত ০৮অক্টোবর বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে না আসায় বুধবার সারাদিন লোজন তাকে খুঁজতে থাকে। কোথাও তার কোন সন্ধান না পেয়ে পুনরায় গ্রামবাসী সকলে মিলে বৃহস্পতিবার ভোর হতে আবার খোঁজাখুজি শুরু করে।

 

খোজা খুজির এক পর্যায়ে লোকজন গ্রামের দক্ষিন পার্শ্বে প্রায় ১কিলোমিটার দুর দিয়ে বয়ে যাওয়া খাড়ির পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। সাথে সাথে গ্রামবাসী স্থানীয় থানায় সংবাদ দিলে তৎনাত পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানা হেফাজতে নেয়। 

 

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন ধারনা করা হচ্ছে এটি একটি হত্যা কান্ড। বৃদ্ধকে কেউ কোথাও মেরে হাত পা বেধেঁ তার মরদেহটি এখানে খাড়ির পানিতে ফেলে গেছে।

 

 ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন। তবে এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

 

এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন।
 

উল্লেখ্য পুলিশ গত ০৭অক্টোবর সাপাহারের লক্ষিপুর দরগা তলা আমবাগান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছিল।

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।