কুড়িগ্রাম আদালতে ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করলেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। 

 

বুধবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে এসে তিনি এটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের এই উদ্যোগকে স্বাগত জানান। সেই সঙ্গে ভবিষ্যতে ওই লার্নিং সেন্টার থেকে দক্ষ কর্মচারী তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 

 

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) রিপতি কুমার বিশ্বাসসহ সব বিচারক উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখ চত্বরে বৃক্ষরোপণ করেন।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।