সাংবাদিকদের উপর নিয়মিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও কর্মপরিকল্পনা শীর্ষক আলোচনা সভা।


 এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া:-সম্মিলিত সাংবাদিক পরিষদ বগুড়া জেলা এর কার্যালয়ে অদ্য ০৮/১০/২৫ ইং তারিখে একটি কার্যপরিকল্পনা নিমিত্তে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় কার্যপ্রণালীতে সবার সম্মতিতে একটি সিদ্ধান্ত হয়, তাহা হইল বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রিয় সাংবাদিকদের উপর আক্রমণ করা হচছে, এতে অনেক সাংবাদিক ভাই প্রাণ দিয়েছেন।

 

এতে করে এই সন্মানিত পেশায় অনেকে নীরউৎসাহি হয়ে পরেছেন। সাংবাদিক নির্যাতন ও নিপিড়নের জেলা সম্মিলিত সাংবাদিক পরিষদ নিন্দা ও প্রতিবাদ জানায়। আজকের এই জরুরী সভায় সভাপত্ত করেন।

 

সংগঠনের সভাপতি এস এম দৌলত, উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ আহসান হাবিব, সহ সভাপতি শফিকুল ইসলাম মহন,সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোসাদ্দেক হোসেন জিহাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুম্মন খান, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য মোঃ মামুন হোসেন রনি, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহজাহান।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।