পলাশবাড়ী-সাদুল্লাপুরকে দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসাবে গড়ে তুলতে চাই-নাজমুল হাসান সোহাগ


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নাজমুল হাসান সোহাগ বলেছেন,

“আমি চাই পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বনির্ভর ও মানবিক জনপদে রূপান্তর করতে।রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব।”

 

সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে স্থানীয় জনগণের উদ্দেশে এ সব কথা বলেন। তরুণ ও শিক্ষিত এই নেতা ইতোমধ্যেই মানবিক কর্মকান্ড এবং উন্নয়ন চিন্তার রাজনীতির মাধ্যমে স্থানীয় জনমনে আস্থা অর্জন করেছেন।

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসলামপুর গ্রামের সন্তান মোঃ নাজমুল হাসান সোহাগ। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান এবং মাতা ছোমেলা রহমান।

তিনি দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণা করছেন এবং পাশাপাশি এলএলবি’র ফাইনাল বর্ষের শিক্ষার্থী।

 

শিক্ষিত তরুণ এই নেতা পেশায় একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন লেখক ও সমাজ ভাবনা ভিত্তিক গ্রন্থকার হিসেবে পরিচিত।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।