অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৫৫
বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলে আরো ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু এবং অর্থনীতিবিদ ড. রাশেদ তিতুমীর।
বৈঠকে দুই দেশের বাণিজ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে বলে জানানো হয়। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈঠকে উপস্থিত ছিলেন।
৭১ ভিশন ডেস্ক:-
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।