গাইবান্ধায় বাসে গ্যাস সিলিন্ডারে ১০ কেজি গাঁজা উদ্ধার


দেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আরবি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস থেকে গ্যাস সিলিন্ডারে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় বাসের যাত্রী মো. শাহিন আলম (২০)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
 
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (ধারা ৩৬(১) সারণি ১৯(খ)) অনুযায়ী মামলা দায়ের করা হবে। অভিযানটি উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম নেতৃত্বে পরিচালিত হয়।

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।