আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি:-বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ৯২ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদ রানা (২৫) ও শিপন ওরফে রবিন (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

 

গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার মুরইল-সাওইল সড়কের উপড় থেকে ও ডালম্বা গ্রাম থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃত  রাশেদ রানা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাজারের পুটু মিয়ার ছেলে এবং শিপন ওরফে রবিন আদমদীঘি সদর ইউপির ডালম্বা পুর্বপাড়ার কাশেম সরদারের ছেলে। 
 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গতকাল শনিবার বিকেলে আদমদীঘি থানা পুলিশের অভিযানিক দল উপজেলায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। 

 

অভিযান কালে সন্ধ্যায় আদমদীঘির মুরইল-সাওইল সড়কে জনৈক সাইফুল ইসলামের সরিষার তৈল কারখানার পিছনে বেচাকেনার সময় মাদকদ্রব্য ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদ রানাকে এবং ডালম্বা গ্রামে শিপন ওরফে রবিনের বসতবাড়িতে বেচাকেনা করার সময় ২৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। 

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।