জাগপা সভাপতি খন্দকার লুৎফরকে কুপিয়ে জখম


৭১ ভিশন ডেস্ক:জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

 

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সোমবার রাতে গণ অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।


জাকির হোসেন বলেন, দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ।


আগামী নির্বাচন বানচাল করতেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।