দিনাজপুরে পৃথক অভিযানে র‌্যাব-১৩ এর হাতে ধরা ৪ মাদক ব্যবসায়ী


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক অভিযানে দেশীয় তৈরি ৪৬.৫ লিটার চোলাই মদ ও ২২,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে র‌্যাব জানায়,বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

 

প্রথম অভিযানে সকাল ১১টা ৩০ মিনিটে কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত ইজিবাইক তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা দেশীয় তৈরি ৪৬.৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ দুইটি ইজিবাইক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মণ হেলা (২৫), পিতা.দয়ারাম, গ্রাম সুইপার পট্টি, থানা. কোতয়ালী। রইস উদ্দীন (৩৫), পিতা. মৃত রুস্তম আলী, গ্রাম ফুলতলা বাজার, থানা. কোতয়ালী। মো. ফজলুল হক (৩৪), পিতা. মৃত নবাব আলী, গ্রাম মুরারীপুর, থানা. বোচাগঞ্জ।

 

অন্যদিকে একইদিন রাতে ০৭টা ০৫ মিনিটে দিনাজপুর পৌরসভার জনৈক জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২২,১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় মাদক ব্যবসায়ী ময়না (৩৮), পিতা. মোবারক হোসেন, স্বামী. রফিকুল ইসলাম, গ্রাম বালুয়াডাঙ্গা, থানা. কোতয়ালী কে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।