ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পলাশবাড়ীতে লাইভ সাক্ষাতকার দেন অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গতকাল ১ অক্টবর বুধবার পলাশবাড়ী পানী উন্নয় বোর্ডে বিকাল ৫টায় ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পলাশবাড়ীতে লাইভ সাক্ষাতকার দেন অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
 

ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পলাশবাড়ীতে লাইভ সাক্ষাতকার তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধর্মের মানুষের সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। বিএনপি সবসময়ই দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা, উন্নয়ন কর্মসংস্থান,শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
 

উক্ত সময় উপস্থিতি ছিলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব  সালাম প্রমুখ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।