কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু,সন্তানরা অক্ষত


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাত সরাসরি জাহাঙ্গীরের টিনের ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই প্রাণ হারান দম্পতি। সন্তানরা অক্ষত থাকলেও এ ঘটনায় পরিবারটি বিধ্বস্ত হয়ে গেছে। 

 

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, সন্তানদের বুকফাটা কান্না ও বাবা-মাকে হারানোর বেদনায় সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

 উল্লেখ্য, সাহেবের আলগা ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিবেষ্টিত একটি দুর্গম দ্বীপ ইউনিয়ন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ ইউনিয়নটি প্রায় ২৫-২৬টি দ্বীপচর নিয়ে গঠিত। এখানকার মানুষের জীবনযাত্রা সব সময়ই নানা দুর্ভোগের মধ্য দিয়ে কাটে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে সমগ্র এলাকায়।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।