অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৪:৫০
বগুড়া অফিস:-তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৪৮ রানে শহীদ ইয়ামিন একাদশকে পরাজিত করেছে।
বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শিহাব ৫০ এবং রসূল ২৬ রান করেন।
শহীদ ইয়ামিন একাদশের বোলার আফ্রিদি ৩টি এবং নাফিস ২ টি উইকেট লাভ করে। জবাবে শহীদ ইয়ামিন একাদশ ৩৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে । দলের পক্ষে রাফি ২৭ এবং রনি ২৩ রান করেন।
ওয়াসিম একাদশের বোলার নাফিস ৪টি উইকেট লাভ করে।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ওয়াসিম একাদশের অধিনায়ক শিহাব। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন প্রমুখ। খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও পাপ্পু।
বুধবারের খেলা শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশ।
বার্তা প্রেরক মমিনুর রশীদ সাইন, সদস্য জেলা ক্রীড়া সংস্থা
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।