পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর জরুরী মাশোয়ারা


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর আয়োজনে জরুরী মাশোয়রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আল্লাম আসাদুজ্জামান আসাদ-এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের এমপি পদপ্রার্থী মাও. শাহ আলম ফয়েজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাও. তাজুল ইসলাম, মাও. মাকদুসুর রহমান, মাও. আল আমীর আজহারী, মাও. শাহীন আলম, হাফেজ আতিক হাসান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার পাহীন মিয়া, আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।