ফেসবুকে তথ্যনির্ভর প্রচারণার আহবান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উন্নত ও আস্থাশীল চিকিৎসার মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবার চলমান অগ্রগতি ও উৎকর্ষতা বজায় রাখতে সামাজিক ফেসবুকে তথ্যনির্ভর প্রচারণার আহবান জানিয়েছেন প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের কালিবাড়িস্থ আলাক ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পলাশবাড়ী প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নিউ লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তাওহিদ রহমান।

 


 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।