বগুড়া সদর আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের গণসংযোগ


জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল রবিবার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বন্দর এলাকায় গণ সংযোগ ও পথসভা করেছেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, গোকুল ইউনিয়ন সভাপতি মলুৎফর রহমান, সেক্রেটারী রফিকুল ইসলাম নান্নু,আজিজুর রহমান, আবু তাহের, শাহজাহান আলী প্রমুখ। পথসভায় অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে। 

 

একবার সুযোগ দিন আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। তিনি আরো বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।