পলাশবাড়ীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাথে জামায়াতের মতবিনিময় সভা


পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা।
 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের কালিবাড়ী হাট কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু দিলিপ চন্দ্র সাহা।
 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু।
 

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, গাইবান্ধা জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ বর্মন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিদুষ রায় প্রমুখ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।