সাংবাদিক ওসমান হারুনী আর নেই।


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি, সাপ্তাহিক জামালপুর সংবাদ এর সম্পাদক, দৈনিক আমার দেশ ও খোলা কাগজের  ইসলামপুর প্রতিনিধি, ইসলামপুর প্রেসক্লাবের  সদস্য, জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক ওসমান হারুনী আর নেই। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না—–রাজিউন) ।
 
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি । তার মৃত্যুতে জামালপুর জেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামালপুরের সর্বস্তরের সাংবাদিকসহ ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। মৃত্যুকালে তার দুই ছেলে, স্ত্রী, মাতাসহ বহু গুণ গ্রাহি রেখে গেছেন।
 
ইসলামপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।