শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা কর্তৃক সনাতনীদের শুভেচ্ছা বিনিময়


পলাশবাড়ী( গাইবান্ধা)প্রতিনিধিঃ- পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
 

তিনি নিজ অর্থায়নে দরিদ্র, হতদরিদ্র ২০০০ পরিবারের মাঝে বিনামূল্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন।২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উক্ত মন্দির প্রাঙ্গন থেকে এই শুভেচ্ছা বিনিময় এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
 

মন্দিরের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রী হরিদাস চন্দ্র বলেন, এটি কোন অনুদান নয়, আমি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আমার এলাকার সকল সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নিচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করলাম মাত্র ৷

 
 
 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।