অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৩:০৩
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- পলাশবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকার, ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান, বরিশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম জিল্লুর রহমান, শহীদ খায়রুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।