আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব।
 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) পলাশবাড়ী পৌর শহরের দক্ষিনবন্দরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় চার সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শামীম হাসান সভাপতি, আহসানুল হাবিব হিন্দোল সাধারণ সম্পাদক, সামিউল ইসলাম সামি সাংগঠনিক সম্পাদক এবং মেহেদী হাসান অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
 

সভাপতি শামীম হাসান জানান, স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই তাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক হিন্দোল বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করবেন।
 

সাংবাদিক মহল মনে করছে, দ্রæত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে এই নতুন প্রেসক্লাব পলাশবাড়ীর সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।