পলাশবাড়ীতে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হলেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- সাধারণ মানুষের জন্য তাঁর মন কাঁদে। যে কারও বিপদেই ছুটে যান তিনি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবের চেয়ারম্যান হিসেবেই পরিচিত। বলা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও পলাশবাড়ী  উপজেলা জামায়াত আমীর  আবুবক্কর সিদ্দিক এর কথা।
 

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের জন্য নিবেদিন প্রাণ। এছাড়া নিয়ামতি ইউনিয়নে  রাস্তাঘাট নির্মাণ ও গ্রাম্য সালিসি ব্যবস্থায় বিবাদ নিস্পত্তিতে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। যেকোন সমস্যায় জনগণের পাশে দাঁড়ানো এবং পরিষদের দক্ষতা ও কর্ম তৎপরতা মূল্যায়নে চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভূষিত করা হয়।
 

চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, আমি চেয়ারম্যান হয়েছি সাধারণ মানুষের জন্য। তাই যতদিন বাঁচবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।
দ্বিতীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ৯নং হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসান কবির।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।