আত্রাইয়ে দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা


নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়। 

 

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বরুন কুমার সরকার, সাধারন সম্পাদক সনৎ কুমার প্রামানিক, পূজা মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, গোলাম হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলায় অনুষ্ঠিত ৫১ টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতির দেশ। আমাদের এ সম্পৃতি আগামীতেও অটুট থাকবে উল্লেখ করে মন্দির কমিটিকে নির্ভয়ে, নি:সংকোচে, উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের উৎসাহ প্রদান করেন। তিনি আরও বলেন, আপনাদের এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। 

 

কোথাও কোনরুপ অপ্রীতিকর ঘটনার আলামত দেখামাত্র নিজেরা প্রতিরোধ করার চেষ্টা করবেন। যদি তা সম্ভব না হয় তাহলে আমাকে এবং আপনাদের ইউনিয়নে আমাদের সংগঠনের লোকদের জানাবেন। 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।