শাপলা ছাড়াই প্রতীকের গেজেট প্রকাশ করল ইসি


৭১ ভিশন ডেস্ক:- জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক তফসিলে সংরক্ষণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) এই গেজেট প্রকাশ করেছে ইসি। ইসির প্রকাশিত এই প্রতীকের গেজেটে নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক। এ ছাড়া স্থগিত রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক।


নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ১১৫টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালায়। এর মধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের। বাকিগুলোর মধ্য থেকেই নতুন দলগুলোকে প্রতীক নিতে হবে।


কালের কণ্ঠ 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।