পলাশবাড়ীর সন্তান বগুড়ায় ডাক্তারী পড়তে গিয়ে লাশ হয়ে ফিরল


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ- জেলার পলাশবাড়ীর পল্লী গ্রামের এক কৃষকের সন্তান বগুড়ায় ডাক্তারী পড়তে গিয়ে লাশ হয়ে ফিরল।
গতকাল ২১ সেপ্টম্বর রোববার বিকালে বগুড়ায় এই ঘটনাটি ঘটে।
 

নিহত ছাত্র হলেন গড়েয়া ফারাজি পাড়া গ্রামের জাহিদুল ফরাজী ছেলে শাহাদাত হোসেন (২৩)। বগুড়া ডাক্তারি পড়তে গিয়ে লাশ হয়ে ফিরে এলে।
জানা যায়, গতকাল মৃত্যুর পূর্বেও বাড়ীতে ফোন করে মা কে বলেছিল পূর্বের মৃগ্রী রোগটা বেশি হয়েছে। সে তার মেসেই মরে পড়েছিল। মেসের সহপাঠিরা তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে নারা চারা করে দেখে সে মারা গেছে।
 

নিহতের বিষয়টি ২ নং ওয়ার্ড সদস্য ছিদ্দিকুল ইসলাম নিশ্চিত করেন। বগুড়া থেকে তার লাশ বাড়ীতে এনেছেন বলে তার পরিবার জানান।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।