পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের স্থায়ী ক্যাম্পাস এর দ্রæত এগিয়ে চলছে


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ সত্য, জ্ঞান ও স্বপ্নের আলো নিয়ে এ বছরের শেষের দিকেই উদ্বোধন হতে যাচ্ছে পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের স্থায়ী ক্যাম্পাস।
 

প্রকৃতিক অপরুপ,নৈসর্গিক,সবুজের স্নিগ্ধ ছায়া,নির্মল বাতাসের ছোঁয়া,এক শান্ত পরিবেশে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা এক দীপ্ত প্রতিচ্ছবি।
হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাভলু নিজস্ব অর্থায়নে এ স্থায়ী ক্যাম্পাসটি পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার ঘোড়াঘাট করতোয়া ব্রীজ সংলগ্ন আমবাগান নামক স্থানে বিধৌত করতোয়া নদীর কোল ঘেঁষে এক বিঘার অধিক পরিমাণ জমির উপর সম্প্রতি উদ্বোধন করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
 

হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে থাকছে আবাসিক অনাবাসিকের ব্যবস্থা সহ বিনোদনের ব্যবস্থা।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।