সরিষাবাড়ীতে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর অভিযোগে একজন আটক


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
 
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
 
শনিবার ২০ সেপ্টেম্বর গভীর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পৌরসভার তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় রবিবার সকালে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হাবিব নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক শিমলাপল্লী এলাকার বাসিন্দা।
 
তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরের সহ-সভাপতি রবি চন্দ্র বর্মন জানান, রাত আড়াইটার দিকে মন্দিরে প্রবেশ করে দুর্গা পূজার সবগুলো প্রতিমার মাথা ভেঙে ফেলে ।  
 
ভোরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হাবিবকে আটক করা হয়।
 
তিনি আরও জানান, অভিযুক্ত হাবিবের বাড়ি মন্দির থেকে মাত্র আধা কিলোমিটার দূরে । কে বা কারা তাকে উস্কানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
 
ঘটনাটি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )রাশেদুল  হাসান ।
 
তিনি আরো  বলেন, “বিষয়টি জানার  পর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখছে। আটক ব্যক্তির জবানবন্দি ও মন্দির সংশ্লিষ্ট লোকদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।