বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা


এস এম দৌলত  জেলা প্রতিনিধি,বগুড়া:-বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া সদর উপজেলার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 

গত বুধবার রাত ৯টায় বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সদস্য সচিব শ্রী গৌর চন্দ্র পোদ্দার (চন্দন) এবং সদর উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃত্ববৃন্দ।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী বিপুল কর্মকার।
 

যুগ্ম আহ্বায়করা হলেন— ১. শ্রী পরিতোষ চন্দ্র দাস ২. শ্রী আপন সরকার ৩. শ্রী শান্ত কর্মকার ৪. শ্রী পলাশ চন্দ্র দাস ৫. শ্রী চন্দন মহন্ত ৬. শ্রী সমেন চন্দ্র পাল ৭. শ্রী পিযুষ চন্দ্র ৮. শ্রী ডা. স্বপন চন্দ্র দাস ৯. শ্রী স্বপ্ন কুমার দাস ১০. শ্রী সাগর দাস
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী অনিক কুমার দাস।
 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— ১নং সদস্য: শ্রী পবিত্র চন্দ্র দাস ২নং সদস্য: শ্রী দেবু সূত্রধর,
৩নং সদস্য: শ্রী অমৃত কর্মকার, কমিটি ঘোষণার সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে বগুড়া সদর উপজেলায় পূজা উদযাপন ফ্রন্ট আরও সুসংগঠিত ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।  


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।