পলাশবাড়ী বিপদ জনক অবস্থায় জনবহুল রাস্তা ফুটানি বাজার


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা আমলাগাছী সড়কের ফুটানি বাজার  রাস্তা সড়কের  মাঝে এমন খোড়াখন্দা রুপ নিয়েছে। বড় যানবাহন চলাচল বন্ধ জনবহুল সড়কটিতে এমন দুর্ভোগের মধ্য চলাচল করছে সর্বসাধারণ। এ সড়কটি নির্মাণ বা  সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা প্রকৌশলীকে জানিয়ে কোন প্রতিকার হয়নি।
 

স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলার ঢোলভাংগা আমলাগাছী সড়কের ফুটানির বাজার রোডের ভারি বৃষ্টি কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জনবহুল এ সড়কে এতে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়কটি সংস্কারের সংশ্লিষ্টদের দ্রæত প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ ছাড়াও এসড়কে দিনে অথবা রাতে ছোট বড় যান বাহন নিয়ে চলাচল করার সময় সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।