রণরামপুর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সমাবেশ


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের রণরামপুর উচ্চ বিদ্যালয়ে ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বাল্য বিবাহ, ইভটিজিং এবং মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে   বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   বিদ্যালয় ম্যানেজিং কমিটি  সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন।
অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক  এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জিন্নাত শহীদ পিংকি।
 
বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।
 
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম।
 
এলাকার বিএনপির নেতৃবৃন্দ,সুধীজন, অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।