জামালপুর- ২ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর ২ (ইসলামপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার ৩১ আগস্ট রাত ৮টার সময় ইসলামপুর প্রেসক্লাব সভা কক্ষে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক জামালপুর -২ (ইসলামপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.সামিউল হক ফারুকী।
 
আরো বক্তব্য রাখেন,জামালপুর জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মোছা, সহ সেক্রেটারি আব্দুর রহমান ওমর, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আতিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ মনির হোসেন, সাবেক ইসলামপুর উপজেলা শিবিরের সভাপতি আহসান উল্লাহসহ ইসলামপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় ড. সামিউল হক ফারুকী বলেন আধুনিক এবং সমৃদ্ধিকরণ ইসলামপুর গড়ার লক্ষ্যে কাজ করব আমরা দল , জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গুণগত পরিবর্তন ঘটাতে জামায়াতে ইসলামী আদর্শিক ও রাজনীতির মাধ্যমে অবাধ-উন্মুক্ত ভাবে কাজ করবে। দেশ সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদেরকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে ও দেশ ও জাতির প্রকৃত সত্য তুলে ধরতে হবে। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।