যে সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগাররা


৭১ ভিশন ডেস্ক:- এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এখন নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে ওঠার স্বপ্ন পূরণে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে টাইগাররা।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানদের হারিয়ে দিলেই রানার্সআপ হয়ে শেষ চারে সুযোগ পাবে বাংলাদেশ। অন্যথায় শ্রীলঙ্কা বড় ব্যবধানে না হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে।


তখন যাদের নেট রানরেট ভালো থাকবে তারাই সুযোগ পাবে।
শ্রীলঙ্কা হারলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রত্যেকের সমান ৪ পয়েন্ট হবে। এক্ষেত্রে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় ৭০ রান অথবা ৫০ বল হাতে রেখে জয় পায়, তাহলে কপাল পুড়বে শ্রীলঙ্কার। দলটির রানরেট বাংলাদেশের নিচে চলে যাবে।


আর এমন সমীকরণে সুপার ফোরে ওঠবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে আফগানিস্তানের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ব্যবধান মোটামুটি কমিয়ে রাখতে পারলে বাংলাদেশের এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে।
কালের কণ্ঠ


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।