নড়িয়ার বিঝারী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিদ্যালয়ের হলরুমে লেখাপড়ার মানোন্নয়নের লক্ষে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
বিঝারী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস.এম সালাহউদ্দিন আহম্মেদ ছৈয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) আনন্দময় ভৌমিক।বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সফিকুল ইসলাম।প্রধান আলোচক ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমীন রতন।
 
সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ছৈয়াল,শ্রেণী শিক্ষক শাহজাহান মিঞা প্রমূখ।
এসময় এনটিআরসির নিয়োগপ্রাপ্ত ৫ জন শিক্ষককে পরিচয় করে দেওয়া হয়।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।