নারীর ভ্যানিটি ব্যাগে মিলল ২ কেজি গাঁজা


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের যাত্রী সাবানা বেগমের (৩৬) ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার মাদককারবারি সাবানা বেগম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বক্স গোডাউন (আমিন বাজার) গ্রামের রবিউল ইসলামের স্ত্রী এবং দোলাপাড়া গ্রামের মৃত আকবর আলীর মেয়ে।গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী 'অলংকার' নামের যাত্রীবাহী বাসে থাকা সাবানা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই নারী বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 
 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।