ইন্দুরকানীতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু


মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:-​পিরোজপুরের ইন্দুরকানীতে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তির জন্য এবং তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় রুপালী ব্যাংক শাখার উদ্যোগে বিনামূল্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করা হয়েছে।
​মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্দুরকানী এম.ইউ. মাধ্যমিক বিদ্যালয়ে রূপালী ব্যাংক, ইন্দুরকানী শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক, ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মো. ইমরান হোসেন।
এসময়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম এবং রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. মারুফ হোসেন।
এমসয়ে ​বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত হবে এবং এটি তাদের ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।
​প্রাথমিকভাবে ইন্দুরকানী এম.ইউ. মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই দিনে বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই কার্যক্রমের আওতায় আনা হবে।
মোঃ মামুন হাওলাদার শিমুল 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।