অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, সময়ঃ ০৮:০৫
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্টের (পিডিপি) উদ্যোগে প্রতি বছরের ন্যায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে শহরে ঠনঠনিয়ায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, উপহার ও শিক্ষাবৃত্তির নগদ টাকা তুলে দেয়া হয়।
পিডিপি'র নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায় এবং বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান রাকিব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সকলকে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে হবে। শুধুমাত্র জিপিএ ফাইভ কিংবা গোল্ডেন এ প্লাস পাওয়ার লড়াইয়ে না নেমে বুঝে শুনে জ্ঞান অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ইতিমধ্যে পৃথিবীতে যখন রাজত্ব শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে নানা আধুনিক প্রযুক্তি তখন সেগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে প্রস্তুত হতে হবে। পাশাপাশি শুধু নিজের জন্য না ভেবে সকলকে সমাজের জন্যেও ভালো কিছু করার ব্রত নিতে হবে। ঐক্যবদ্ধ অংশগ্রহণেই এগিয়ে যাবে এই বাংলাদেশ।
অতিথিরা এসময় বিগত সময়ে পিডিপি'র নানা ইতিবাচক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ক্যাপশন:
বগুড়ায় পিডিপি'র উদ্যোগে রবিবার দুপুরে শহরের ঠনঠনিয়ায় প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি তুলে দেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
সঞ্জু রায়,বগুড়া:-
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।