পীরগঞ্জ সরকারি রউফ কলেজ ও মহিলা কলেজে নবীন বরণ


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ -রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারি আব্দুর রউফ কলেজ ও পীরগঞ্জ মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের বরনের উদ্দেশ্যে গতকাল সোমবার নবীন বরন অনৃষ্ঠিত হয়। মহিলা কলেজে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও কলেজটির পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম।

 

 এ উপলক্ষে কলেজ মিলনায়তনে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজটির বেশ ক’জন শিক্ষক ও নবাগত শিক্ষার্থীর পক্ষে এক শিক্ষার্থী বক্তব্য রাখেন। এদিকে সরকারি আব্দুর রউফ কলেজের আলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রভাষক প্রকাশ চন্দ্র সাহা, বক্তব্য রাখেন-অধ্যক্ষ আবু বকর সিদ্দিক সরকার,অধ্যাপক লায়লা পারভিন,জাহিদুল ইসলাম রুবেল প্রমুখ।
 

সভায় বক্তারা নবীন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর পরামর্শ দেন। এ সময় নবাগত ছাত্রীরা প্রতিজ্ঞা করেন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় ।

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।