পলাশবাড়ীর মনোহরপুরে নারী সমাবেশ


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ- ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রথম প্রান্তিকে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের চক কুমিদপুর গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের চক কুমিদপুর গ্রামে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার (অ.দা.) তানিয়া তাজনীন মেমী। 

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক মো. জাকিরুল ইসলাম। এসময় ইউপি সদস্যসহ অত্রালাকার নারীরা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মাসুদুর রহমান মাসুদ।

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।