ঘোড়াঘাটে আক্তার জামিল গুনী শিক্ষক নির্বাচিত


শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-সারা বাংলাদেশের ন্যায় বিশ্ব শিক্ষা দিবস ২০২৫ ইং উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা হল রুমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনী শিক্ষক নির্বাচনের প্রতিযোগীতার আয়োজন করা হয়।
 
উক্ত প্রতিযোগীতায় ঘোড়াঘাট উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গুনী শিক্ষক নির্বাচিত হন ঘোড়াঘাট পৌর সভার ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ আক্তার জামিল।তিনি ইতি মধ্যে ২০১০ সালেও  শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং২০১৭ ইং সালে সরকারি ভাবে বিদেশে শিক্ষা সফর করেন।
 
এর আগে ২০১৯,২০২৪,সালে  গুনী শ্রেষ্ঠ  শিক্ষক নির্বাচিত হন।এই গুনী শিক্ষক সকল ছাত্র/ ছাত্রীদের অভিভাবক ও সুধীজনের নিকট দোওয়া ও সহযোগিতা কামনা করেছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।