সুন্দরগঞ্জে ৩৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আলহাজ মশিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির সভাপতি আলহাজ মো. মশিউর রহমান।এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রধান উপদেষ্টা কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস ও জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম।এ সময় আরও বক্তব্য দেন- সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (রংপুর) প্রভাষক (শিক্ষা) এসএম আব্রাহাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান, সুন্দরগঞ্জ থানা আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর আমির মুহা. একরামুল হক, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজুসহ অনেকে।
 
 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।