অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৬:১০
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-দৈনিক যায়যায়দিন পত্রিকা ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন ,সহ সভাপতি মোঃ রাকিবুর রহমান রকিব।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় রিপোর্টার্স ইউনিটির দুই নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দুইটার সময় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক শফিকুর রহমান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা হাজী আজদুমিয়ার তৃতীয় ছেলে, সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরাইল উপজেলা , দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।