ভোলায় ৭৮ বছরের বৃদ্ধার বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানির অভিযোগ


ইয়ামিন হোসেন:-ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ৭৮ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে ৫ বছর বয়সীকে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
 

১০ই সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 
অভিযুক্ত কুদ্দুস রাঢ়ী ওই এলাকার মৃত্যু মজিবুল রাঢ়ীর ছেলে। 
 

ঘটনার পর থেকে কুদ্দুস রাঢ়ী পলাতক রয়েছে বলে জানা গেছে। 
 

ভুক্তভোগী শিশুর মা জানান,  আমাদের প্রতিবেশী কুদ্দুস রাঢ়ী আমার ছোট মেয়ে কলা দেওয়ার লোভ দেখিয়ে তার খালি ঘরের দরজা আটকে পড়নের প্যান্ট খুলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেছে। আমার মেয়ের চিৎকারে আমার শাশুড়ী গিয়ে দেখে ঘরের দরজা আটকানো পরবর্তীতে জানালা ধাক্কা দিয়ে দেখেন আমার মেয়ের পড়নে প্যান্ট নাই আর কুদ্দুস রাঢ়ী চৌকি থেকে নিচে নেমে শুয়ে আছেন। 
 

পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসেন। এ ফাঁকে কুদ্দুস পালিয়ে যান। 
একই অভিযোগ করেন শিশুটির দাদী ও প্রতিবেশীরা। 
এ ঘটনায় কুদ্দুস রাঢ়ীর বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ঘরে তালাবদ্ধ পাওয়া গেছে।  কুদ্দুস রাঢ়ীর স্বজনরা জানান, তিনি ঘটনার পরপরই দরজা তালাবদ্ধ করে চলে গেছে। 
 

তবে তার স্ত্রী ডাক্তার দেখাতে বরিশাল গেছেন এবং তিন মেয়ে শ্বশুর বাড়ী ও এক ছেলে চাকুরীর সুবাদে বাড়ীর বাহিরে থাকেন বলে ও জানিয়েছে তার স্বজনরা। 
 

কুদ্দুস রাঢ়ীর ছেলে পুলিশে কমরর্ত শহিদ ওরুপে সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি আমিও শুনেছি তবে সত্য হলে বিচার দাবী করছি। 
স্থানীয় মেম্বার হারুন চকিদার বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে এসে জানলাম কুদ্দুস রাঢ়ী শিশুটির সাথে জঘন্য আচরণ করেছে। 
 

ইলিশা ফাঁড়ির উপ-পরিদর্শক তাজীব ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।