৬ মাস ধরে রোজা ও তাহসান আলাদা থাকছেন


বিনোদন  ডেক্স : 

 

 

গত বছরের শুরুতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তার এক বছরের মাথায় এবার এল দুঃসংবাদ। বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানালেন এই গায়ক।

 

এ বিষয়ে তাহসান বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা বিরক্তিকর। সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই বিধায় কোনো কারণ আমি জনসম্মুখে বলতে চাই না।’

তাহসান আরও জানান, গত ৬ মাস ধরে রোজা আহমেদ ও তিনি আলাদা থাকছেন।

 

সংসার ভেঙে যাচ্ছে- এই বিষয়ে গতকাল শনিবার গায়কের ভাষ্য, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে মেকআপন আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তাহসান। মাত্র চার মাসের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। এবার এল বিচ্ছেদের খবর।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। আর ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।