বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানালেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন





কুষ্টিয়া অফিস : 


কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কোর্টপাড়াস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপি মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিকু ও আলমগীর হোসেন।
সভায় সদর উপজেলার আওতাধীন ১৩টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
তিনি আরও বলেন, “জনগণের অধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং থাকবে। ঐক্যই আমাদের শক্তি-এই ঐক্যের মাধ্যমেই বিজয় নিশ্চিত করতে হবে।”
সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।



বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার আইলচারা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি

 


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া সদরের আইলচারা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বিএনপির আয়োজনে বড় আইলচারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইলচারা ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য শাহজাহান আলী জোয়ার্দার। সার্বিক সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক জিহাদুজ্জামান জিকু। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সন্মানিত অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও সদর কুষ্টিয়া-৩ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। 
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। 
এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশকে ভালোবেসে গেছেন, গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। জেল খেটেছেন, আপোষ করেননি। সে শুধু বাংলাদেশে নয়, গনতন্ত্রের জন্য পৃথিবীর মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন। তিনি চেয়েছিলেন সকলে যেনো ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সমাজ গড়তে পারি। আগামী দিনে আমাদের মধ্যে সকল বিভেদ ভূলে ধানের শীষের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, একই সঙ্গে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই হোক আজকের দোয়া মাহফিল থেকে আমাদের অঙ্গীকার।
এদিকে কুতুব উদ্দিন আহমেদ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন-তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, দেশ ও জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা—এগুলো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যক্তিগত ত্যাগ, কারাবরণ, অসুস্থতা—কোনো কিছুই তাকে দেশ ও জনগণের প্রশ্নে আপোষ করাতে পারেনি। আজ তিনি আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
এছাড়া ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালো কাজগুলোকে স্মরন করতে হবে। তার ভালো কাজের জন্য আল্লাহ যেনো তাকে জান্নাতবাসী করেন। তিনি আরো বলেন, এ দেশকে দুর্নীতি মুক্ত করতে দুদক, সন্ত্রাস মুক্ত করতে র্যাব সৃষ্টি করেছেন।তিনি ক্ষমতায় থাকাকালীন দেশের শিক্ষার মান উন্নয়নে নারীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। আগামী দিনে তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলকে সাথে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করতে চাই।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।