কুষ্টিয়ায় নারী শিক্ষার্থীদের ৩ দিনের ক্রিকেট টুর্নামেন্ট


কুষ্টিয়া প্রতিনিধি : 

 

কুষ্টিয়ার কুমারখালীতে নারী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ ও নারীদের খেলাধুলার প্রসারের লক্ষ্যে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী আট দলীয় আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশনের উদ্যোগে কুমারখালী এম. এন. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা সচিব রেহেনা পারভিন।

ফাউন্ডেশনের সভাপতি ড. নাসের রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় একাদশকে ৮ উইকেটে পরাজিত করে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব রেহেনা পারভিন বলেন, ‘দেশের এমন একটি সময়ে নারী ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজন আমাদের শক্তি ও সাহস যোগায়। শীতের পড়ন্ত বিকেলে নারীদের খেলায় আমি মুগ্ধ ও অনুপ্রাণিত। ছেলেদের আগেই এ দেশের নারীরাই বিশ্বকাপ ছিনিয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘পুরুষের পাশাপাশি এ অঞ্চলের নারীরাও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ায় অনেক দূর এগিয়ে যাবে। মননশীলতা, সংবেদনশীলতা ও মানবিক গুণাবলি নিয়ে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে আমরা আশাবাদী যে, আমাদের প্রিয় মাতৃভূমির মুখ কখনও মলিন হতে দেব না।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ. কে. এম. গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।