ধানের শীষের পক্ষে একমঞ্চে সোহরাব–জাকির: কুষ্টিয়া সদর আসনে বিভক্তির অবসানের সংকেত


Choudhury Manzur Ehsan 
 
বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, তাঁরা কেউই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে নন; শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ থেকেই বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রতি ভালোবাসা থেকে কাজ করে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দলীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে এবার স্বতন্ত্র প্রার্থী হননি; সমর্থকরা মনোনয়ন ফরম তুললেও শেষ পর্যন্ত ধানের শীষের বাইরে যেতে না চাওয়ায় তা জমা দেওয়া হয়নি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সংহতির গুরুত্ব তুলে ধরে সাবেক এই এমপি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে। নির্বাচনী প্রচারণা শুরু হলে “কাঁধে কাঁধ মিলিয়ে” ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী প্রচার জোরদার করতে হবে। বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনমানুষের দল; আগামী দিনে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ সবাইকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নে কাজ করতে চান। তিনি জনগণের পাশে থেকে তাদের সমস্যা শুনে সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত নেতারা বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ, সাংগঠনিক দুর্বলতা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করেন। বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হলেও, এটি কুষ্টিয়া সদর আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি কাটিয়ে ধানের শীষের পক্ষে একটি ঐক্যবদ্ধ নির্বাচনী উপস্থিতির ইঙ্গিত দিয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।