নিহত ৪ জন : অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন


কুমিল্লা সংবাদদাতা : 

 

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

ওসি ইকবাল বলেন, ‘ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুরো বাসে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের পর এক নারী ও পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।