জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক


যশোর অফিস  : যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের টিম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুদক যশোরের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী বলেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২৫ সালের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশনের টাকার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে তিনি যোগাযোগ করেন। দীর্ঘদিন তিনি নানাভাবে তাকে ঘোরাতে থাকেন। বাধ্য হয়ে তিনি শিক্ষা কর্মকর্তাকে ৮০ হাজার টাকা দেন। তবে শিক্ষা কর্মকর্তা আরও ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন। তবে টাকা না দিলে পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন শিক্ষা কর্মকর্তা। তা ছাড়া তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেন শিক্ষা অফিসার আশরাফুল আলম।

ভুক্তভোগী ন, বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য আরও ১ লাখ ২০ হাজার টাকা তিনি আশরাফুলের হাতে তুলে দেন। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে শিক্ষা অফিসে গিয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে আটক করেন।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।